আনোয়ারা উপজেলার বটতলী চাঁপাতলী গ্রামে ঈদে পছন্দের জামা না পেয়ে মায়ের সাথে অভিমান করে সায়মা আকতার (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। গত সোমবার বিকালে তার নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, ঈদে পছন্দের জামা না পেয়ে অভিমান করে সায়মা নামের এক কিশোরীটি আত্মহত্যা করেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। সায়মা স্থানীয় আইয়ূব আলীর মেয়ে। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ সূত্র জানায়, সায়মার মা রাবেয়া খাতুন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে কাপড় বিক্রি করেন। সোমবার সায়মা তার মায়ের কাছে পছন্দের জামা কেনার আবদার করে। পছন্দের জামাটি না পেয়ে নিজের ঘরে গলায় ওড়না প্যাচিয়ে সে আত্মহত্যা করে।