পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে ‘মজুরি বৃদ্ধিতে গার্মেন্টস শ্রমিক আন্দোলন’ চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল বিকালে নগরীর পুরাতন স্টেশন চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওএসকে গার্মেন্টস ও টেক্সটাইল শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা আহ্বায়ক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও গার্মেন্টস শ্রমিক সংহতি জেলা সমন্বয়ক মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলার আহ্বায়ক খোরশেদ আলম, গার্মেন্টস টিইউসির জেলা সভাপতি রাহাতউল্লাহ জাহিদ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নেতা শফি উদ্দিন কবির আবিদ, গার্মেন্টস শ্রমিক সংহতি জেলা সদস্য সচিব মো. সোহাগ, ওএসকে গার্মেন্টস ও টেক্সটাইল শ্রমিক ফেডারেশন জেলা যুগ্ম–আহ্বায়ক জামাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের আন্দোলনের ফলে অবশেষে সরকার পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য মজুরি বোর্ড গঠন করেছে। কিন্তু পোশাক শিল্পের মালিকরা মজুরি বৃদ্ধি নিয়ে নানা টালবাহানা করছে। মালিকরা ভিক্ষা দেওয়ার মতো পূর্বের ৮,৩০০ টাকার স্থলে পোশাক শ্রমিকদের নতুন মজুরি প্রস্তাব করেছে ১০,৪০০ টাকা। ৫ বছর আগেও নির্ধারিত ৮০০০ টাকায় জীবন চালানো যেতো না, এখন তো অসম্ভব–অসহনীয়। বিভিন্ন সংগঠন বাজারের বেহাল অবস্থায় সব দিক বিবেচনা করে মজুরি বৃদ্ধির দাবি তুলেছে। গত ৫ বছরে চাল, ডালসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দামও দফায় দফায় বেড়েছে। তাই দেশীয় ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, শ্রমিকের মৌলিক চাহিদা, ক্যালোরি, পরিবারের সদস্য সংখ্যা, মালিকদের সামর্থ্য বিবেচনায় শ্রমিকের জীবন–মানের সম্মানজনক উন্নয়ন ও বেঁচে থাকার জন্যই আমরা ২৫ হাজার টাকা দাবি করেছি। নেতৃবৃন্দ আরো বলেন, মালিক–সরকার নিজেদের স্বার্থে তাদের দালালদের মাধ্যমে শ্রমিক আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। বিভ্রান্তি, ভয়–প্রলোভন, হামলা–মামলা নির্যাতন উপেক্ষা করে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করার জন্য নেতৃবৃন্দ পোশাক শ্রমিকদের জোরদার লড়াইয়ের আহ্বান জানান।
সমাবেশ শেষে ২৫ হাজার টাকা মজুরির ঘোষণার দাবিতে একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।