ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আদর্শিক রাজনীতির বিকল্প নেই

কুতুবদিয়ায় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ শাহজাহান

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ আজ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিসহ গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আদর্শিক রাজনীতির বিকল্প নেই। গতকাল বৃহস্পতিবার একটি কমিনিউটি সেন্টারে কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে উপজেলা আমির শাহরিয়ার চৌধুরী বলেন, কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামী সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা সহকারী সেক্রেটারি আবু তাহের চৌধুরী, উপজেলা সেক্রেটারি নুরুল আমিন এবং জামায়াত নেতা গোলাম কবির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকাডেমিক প্রস্তুতি, মানসিক দৃঢ়তা ও স্মার্ট স্টাডি কৌশলে গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধসিভাসুতে এমপিএইচ পাঠ্যক্রম পর্যালোচনা কর্মশালা সম্পন্ন