ন্যায়-ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন

সাতকানিয়ায় গণসংযোগকালে শাহজাহান চৌধুরী

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:৪০ পূর্বাহ্ণ

(সাতকানিয়ালোহাগাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, দীর্ঘ ৪২ বছর ধরে সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষের সঙ্গে সুখদুঃখে জীবন কাটিয়েছি। মানুষের ব্যথাবেদনা, দুঃখকষ্ট সবসময় তাকে ব্যথিত করেছে। এলাকার প্রতিটি সমস্যাকে তিনি নিজের সমস্যা হিসেবে গ্রহণ করে সাধ্যমতো দ্রুত সমাধানের চেষ্টা করেছেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে আমাদেরকে এলাকা থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছে। দীর্ঘদিন আমাদের এলাকায় প্রবেশ করতে দেয়নি। জামায়াতের নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে নির্মম নির্যাতন, মিথ্যা মামলা ও গ্রেপ্তারহয়রানি। সেই দমনপীড়নের শিকার হয়েছে সাধারণ জনগণও। মানুষ ন্যায়বিচার, ভোটাধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর পিতামাতার কবর জেয়ারত শেষে তিনি সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল পূর্ব দোকান, দুর্লভের পাড়া, মীরপাড়া দানুর মার ঘাটা দারোগা মসজিদ, দক্ষিণ ভোয়ালিয়া পাড়া, মাঝের মসজিদ, কানুপুকুর পাড়া, কলেজ রোডের মাথা, আনু ফকিরের দোকান, পূর্ব ছিটুয়া পাড়া, মধ্যম ছিটুয়া পাড়া, পশ্চিম ছিটুয়া পাড়া ও রোজমর পাড়ায় ধারাবাহিক গণসংযোগ পরিচালনা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার খোঁজখবর নেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসহাক, দক্ষিণ জেলা জামায়াতের ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া পৌরসভার আমীর হামিদ উদ্দিন আজাদ, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইউসুফ, আব্দুস সবুর, আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, মোহাম্মদ আইয়ুব আলী, দিদারুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমার নির্বাচনী এলাকায় সন্ত্রাসী থাকবে না : এরশাদ উল্লাহ
পরবর্তী নিবন্ধজনগণের ভোটে নির্বাচিত হলে সততার সঙ্গে দায়িত্ব পালন করব