৫ম এমজিআই শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষিকী ন্যাশনাল স্নুকার টিম চ্যাম্পিয়নশিপের ৪টি কোয়ার্টার ফাইনাল গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়। খেলায় হাউস অব বিলিয়ার্ড এন্ড স্পোর্টস (এইচ.ও.বি.এস.) ৩-২ ফ্রেমে ঢাকা স্পোর্টস এঙ বিলিয়ার্ডকে, চিটাগাং ক্লাব লিঃ ‘এ’ ৩-১ ফ্রেমে কিউ এন্ড ইউ বিলিয়ার্ডস ঢাকাকে, টাইম পাস-‘২’ ৩-১ ফ্রেমে বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমিকে একং বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার লিঃ ৩-১ ফ্রেমে নারায়নগঞ্জ ক্লাব লিঃকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।