ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন

| বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

ন্যাশনাল ব্যাংক লিমিটেড চট্টগ্রাম জেলার শাখা ব্যবস্থাপকদের ‘বিজনেস কনফারেন্স অফ চট্টগ্রাম ডিস্ট্রিক-২০২২’ আগ্রাবাদস্থ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স হলে গত ৩০ মার্চ অনুষ্ঠিত হয়। উক্ত ব্যবসায়িক সম্মেলনে ব্যাংকের চট্টগ্রাম জেলার ১৫ টি শাখার শাখা ব্যবস্থাপক অংশ গ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মেহমুদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক হোসাইন আখতার চৌধুরী। এটি পরিচালনা করেন ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান শেখ আখতার উদ্দীন আহমেদ। সম্মেলনে ২০২২ সালের লক্ষমাত্রা অর্জন, ব্যবসা সমপ্রসারণ, গ্রাহক সেবা বৃদ্ধি, শ্রেণীকৃত ঋণ আদায়সহ ব্যবসায়িক বিভিন্ন বড় কর্ম-পরিকল্পনার প্রায়োগিক ও কৌশলগত দিক নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফরচুন মলে স্ট্রাইপের শো-রুম উদ্বোধন
পরবর্তী নিবন্ধ২৮ চোরাই মোবাইল ও চারটি ল্যাপটপসহ গ্রেপ্তার ৪