ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড পেল ইউনিভার্সেল জিন্স

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯ পেয়েছে ইউনিভার্সেল জিন্স লিমিটেড। গতকাল সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯ এবং ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০১৯-এর ট্রফি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, সরকারের রূপকল্পগুলো সাফল্যের সাথে অর্জন করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এতে সভাপতিত্ব করেন শিল্পসচিব কে এম আলী আজম। বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। স্বাগত বক্তব্য রাখেন এনপিওর পরিচালক (যুগ্ম সচিব) নিশ্চিন্ত কুমার পোদ্দার। অনুষ্ঠানে প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন শিল্পমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে শীতবস্ত্র বিতরণ