ন্যাশনাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ফল উৎসব

| বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাটস্থ ন্যাশনাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দেশীয় ফলের প্রদর্শনী ও উৎসব গত ৯ জুলাই কলেজ অধ্যক্ষ মো. হামিদ হোসাইনের সভাপতিত্বে প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান, পিপলস্‌ ভিউর সম্পাদক ওসমান গণি মনসুর। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টির সেক্রেটারী সলিমুল্লাহ জামান, কার্যনিবাহী সদস্য মো. আনোয়ার ছিদ্দিক চৌধুরী, মো. ইয়াকুব ও প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসুদ্দিন। প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার। সেক্রেটারী সলিমুল্লাহ জামান প্রতি বছর এ উৎসব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। আনোয়ার সিদ্দিক চৌধুরী আরো বৃহৎ পরিসরে এই উৎসব আয়োজনের পরামর্শ দেন। শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষকমণ্ডলী দেশীয় ফল বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড. মঈনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধই-কমার্স ও ডিজিটাল মার্কেট নিয়ে পোর্ট সিটি ভার্সিটিতে সেমিনার