পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেটে অবস্থিত ‘ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো–অর্ডিনেটর সাজ্জাদ হোসাইন ও শিক্ষক ইফতেখার উদ্দিনের যৌথ সঞ্চালনায় ২২ জানুয়ারি স্কুল ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানা সহকারি শিক্ষা অফিসার আবু তোরাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ডা. আব্দুল্লাহ খান, অধ্যক্ষ মুস্তফা রেজাউল মনির, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডা. আব্দুল হালিম চৌধুরী, জাফর উল্লাহ চৌধুরী, আশরাফ উদ্দিন জোবাইর। এতে আরো বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো–অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো–অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো–অর্ডিনেটর নার্গিস আকতার, আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন, বদরুল আহসান ও আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












