ন্যায় বিচার নিশ্চিত করার আদর্শেই শহীদ জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেন

সম্প্রীতি সমাবেশে এসএম ফজলুল হক

হাটহাজারী প্রতিনিধি  | শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৫:১৬ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এসএম ফজলুল হক বলেছেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ ও ন্যায় বিচার নিশ্চিত করার আদর্শেই বিএনপি প্রতিষ্ঠা করেন। নীতিআদর্শ বিবর্জিত কাজে জড়িত থাকা কোন অপরাধীর স্থান বিএনপিতে হবে না। দল ও দলের নেতার নাম ভাঙিয়ে যারা জনগণের আশাআকাঙ্ক্ষাবিরোধী কাজ করবে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। ইতোমধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেনকেউ অমান্য করলে তারা বিএনপির কোন কর্মী হতে পারে না।

গতকাল শুক্রবার বিকালে হাটহাজারীর নজুমিয়াহাট চত্বরে শিকারপুরবুড়িশ্চর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি ও সমপ্রীতি সমাবেশে ফজলুল হক এসব কথা বলেন। তিনি বলেন, এলাকায় এলাকায় নিপীড়িতবঞ্চিত মানুষের পাশে বিএনপির সকল নেতা কর্মীকে দাঁড়িয়ে জনসাধারণকে সাহস ও শক্তি যোগাতে হবে। হারুন অর রশীদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা বিএনপি নেতা জাকের হোসেন, এম. খায়রুন্নবী, এ্যাড. মোহাম্মদ ইসহাক, খোরশেদ আলম চৌধুরী, নুর হোসেন, মোহাম্মদ রফিক, এম ইলিয়াছ আলী।

এসএম মহিউদ্দিন মাসুদ ও মোহাম্মদ আইয়ূবের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ আলম চৌধুরী, তাজুল ইসলাম, আজগর হোসেন, মুসা আনছারী, জানে আলম জানু, আব্দুল মান্নান, মোহাম্মদ আলী, মোস্তফা মনোয়ার মুন্না, রহিম উদ্দিন, এ্যাড. সাইফুল তালুকদার, এসএম পারভেজ, মজুমদার, যুবদল নেতা এসএম একরাম, সাইফুল কামাল রুবেল, রবিউল আলম, নওশাদ রুবেল, জুয়েল খান, জসিম উদ্দিন, মাহফুজ আলম টিটো, আলমগীর বাচা, রাশেদ খান, কামরুল হাসান পাভেল, জিকু দাশ গুপ্ত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ৪৬০ টাকায় কেনা দেশি মুরগি বিক্রি ৫৫০ টাকা
পরবর্তী নিবন্ধগুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জাতিসংঘের