ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা জামায়াতের লক্ষ্য

লালখান বাজার ওয়ার্ডে সমাবেশে নেতৃবৃন্দ

| রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী লালখান বাজার ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মে লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আলমগীর ভুঁইয়া ও কামরুল হুদা।

লালখান বাজার পশ্চিম ওয়ার্ডের সভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, একরামুল হক, আবু হানিফ সোহাগ, আনোয়ারুল কবির, জিয়াউল হক, দেলোয়ার হোসাইন নওশাদ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতে ইসলামীর একমাত্র লক্ষ্য। জামায়াতে ইসলামী একটি ইসলামী সংগঠন। ইকামতে দ্বীন তথা ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার জন্য কাজ করছে বলেই জামায়াতে ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্রীড়া সংগঠক আবাহনীর সেলিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধপতেঙ্গা হালিশহর বাস মালিক কল্যাণ সমিতির শপথ