নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ নভেম্বর, ২০২২ at ৯:০৯ অপরাহ্ণ

বেতন ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্নঘট শুরু করা নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ (সোমবার) বিকেলে রাজধানীর শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে সরকার, মালিক-শ্রমিকনেতাদের বৈঠকে গৃহিত সিদ্ধান্তের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

প্রাথমিকভাবে আগামী ১ মাস এক হাজার টন ধারণ ক্ষমতার জাহাজগুলোর শ্রমিকদের জনপ্রতি মাসির ১ হাজার টাকা এবং ১ হাজার টনের বেশি ধারণ ক্ষমতার জাহাজগুলোতে জনপ্রতি দেড় হাজার চাকা বাড়তি খোরাকি প্রদানের সিদ্ধান্ত হয়।

পরবর্তীতে আলাপ আলোচনা করে বেতন ভাতা বৃদ্ধির গেজেট প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ১০ দফা দাবিতে নৌ পরিবহন শ্রমিকেরা গত শনিবার মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করলে অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে স্থবিরতা দেখা দেয়।

আজ বিকেলে সরকারি উদ্যোগে ত্রিপক্ষীয় বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। শ্রমিকেরা কাজে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩-৩ গোলে ড্র ক্যামেরুন-সার্বিয়া ম্যাচ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অজগর সাপ উদ্ধার