নৌবাহিনীর সহযোগিতায় স্বাভাবিক কার্যক্রমে মহেশখালী থানা পুলিশ

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ আগস্ট, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

দীর্ঘ এক সপ্তাহ কর্মবিরতির পর গতকাল দুপুর সাড়ে বারোটায় স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে মহেশখালী থানা পুলিশ। এ সময় পুলিশের সাথে ছিলেন মহেশখালী উপকূলীয় থানায় দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনী। স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ ও সাধারণ জনতা মহেশখালী থানায় উপস্থিত হয়ে সেখানে দায়িত্বরত বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তারা থানার কার্যক্রম স্বাভাবিক হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। নৌবাহিনীর সহায়তায় থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন। সাধারণ জনগণের সেবায় পুলিশ পুনরায় কাজ শুরু করেছেন। বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় এলকার থানাসমূহকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহায়তা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত রয়েছে। উপজেলাটিতে নৌবাহিনীর টহল তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে দেখা যায়। উল্লেখ্য, পুলিশের পাশাপাশি যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীও তাদের দায়িত্ব পালন করে যাবেন।

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে একটি মহল
পরবর্তী নিবন্ধবিভিন্ন মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন