বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা গতকাল শুক্রবার চট্টগ্রাম নৌবাহিনী ঘাঁটি নির্ভীক মসজিদে সমাপ্ত হয়েছে। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী দিনে কমডোর সোয়াডস্ কমান্ড, কমডোর এম মঞ্জুর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের পদস্থ কর্মকর্তা এবং নৌসদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৪৮জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্য থেকে ক্বিরাত প্রতিযোগিতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়া দলের এম ছিউল ইসলাম প্রথম, বানৌজা ঈসাখান দলের এম রাসেল দ্বিতীয় এবং এম রায়হান হোসেন তৃতীয় স্থান অধিকার করে। অপরদিকে, আজান প্রতিযোগিতায় বানৌজা শহীদ মোয়াজ্জম দলের গোলাম রব্বানী প্রথম, বানৌজা ঈসাখান দলের এম এস আহমেদ দ্বিতীয় এবং কমফ্লোট ওয়েস্ট দলের এম বি আর মোল্লা তৃতীয় স্থান অধিকার করেন। প্রেস বিজ্ঞপ্তি।