নৌকার মনোনয়ন প্রত্যাশী একাধিক, বিএনপিতে একক

পৌরসভা নির্বাচন

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৯ পূর্বাহ্ণ

কে পাচ্ছেন খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে নৌকার প্রতীক। শেষ নেই জল্পনা-কল্পনার। দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচন হবে ২০২১ সালের ১৬ জানুয়ারি। তবে এবার ব্যালেটে নয়, ভোট হবে ইভিএমে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ চলতি বছরের ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর ও ভোটগ্রহণ ১৬ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার মধ্যে ২৯টি ইভিএম ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে। তবে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ,বিএনপিসহ স্বতন্ত্রপ্রার্থী কারা হচ্ছেন সেদিকে তাকিয়ে আছেন সাধারণ ভোটাররা। বিএনপিতে যুবদল নেতা ইব্রাহিম খলিল ধানের শীষের প্রার্থী অনেকটা ঠিক থাকলেও দলীয় সূত্র বিষয়টি এখনও নিশ্চিত করেনি। গত শনিবার জেলা আওয়ামী লীগের মনোনয়ন কমিটি সভা করেছে। শহরের একটি রেস্ট হাউজে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভায় পৌর নির্বাচনের প্রার্থী বাছাই বিষয়ে মনোনয়ন প্রত্যাশীদের মতামত গ্রহণ করা হয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতারা এতে অংশ নেন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে তিনজনের নাম চুড়ান্ত করে কেন্দ্রে পাঠানোর কথা রয়েছে। আওয়ামী লীগে আলোচনার শীর্ষে রয়েছেন বর্তমান পৌর মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম।
এবিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন- সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী নির্ধারণ হবে। সিদ্ধান্তের বাইরে গিয়ে কারো নির্বাচন করার সুযোগ নেই।

পূর্ববর্তী নিবন্ধদেশে শনাক্তের হার ১২.৬০ মৃত্যু আরও ৩১
পরবর্তী নিবন্ধনানিয়াচর উপজেলা চেয়ারম্যানের দেহরক্ষী দুর্বৃত্তের গুলিতে খুন