স্থানীয় সরকার নির্বাচনে নৌকার বিরুদ্ধে দলের বিদ্রোহী প্রার্থীদের পাশাপাশি বিরোধিতাকারীদের পক্ষ নেওয়া নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দলীয় ক্ষমার সুযোগ পাচ্ছেন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর চেয়ে বিদ্রোহীর সংখ্যা ছিল বেশি।
যে কারণে নির্বাচনের সময় দলের সাংগঠনিক অবস্থা আরও জোরদার করতে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা। গতকাল শনিবার সন্ধায় গণভবনে আওয়ামী লীগের জাতীয় পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বিডিনিউজের।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দলের বাইরে গিয়ে যারা নির্বাচন করেছে, যারা বিদ্রোহীদের সমর্থন করেছে তাদের বিষয়ে আজকে জাতীয় পরিষদের সভায় আলোচনা হয়েছে। নেত্রী (শেখ হাসিনা) বলেছেন, যারা বিদ্রোহী নির্বাচন করেছে, তারা ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে দরখাস্ত করেছে বা করবে তাদের ক্ষমা করে দেওয়া হবে।’