নৌকার প্রার্থীকে জয়ী করার আহ্বান

চসিক নির্বাচন নিয়ে ছাত্রলীগের সভা

| বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৭:৪৫ পূর্বাহ্ণ

আসন্ন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে জয়ী করার লক্ষ্যে নগরীর রিমা কনভেনশন সেন্টারে ছাত্রলীগের করণীয় শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে এবং জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের ছাত্রলীগের সাবেক ও বর্তমান শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন ৬২ এর শিক্ষা আন্দোলনের নেতা আবু সালেহ চৌধুরী ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ( ১৯৭০-৭২) আবদুল্লাহ আল হারুন। সভায় বক্তব্য দেন, শেখ মো. ইসহাক, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইউনূচ, শফর আলী, মফিজুর রহমান চৌধুরী, এম. আর আজিম ও সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দীন। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামকে খুবই বিশ্বাস করতেন বলেই তাঁর ছয় দফা কর্মসূচি এই চট্টলার লালদিঘি ময়দান থেকেই প্রচারণা শুরু করেছিলেন। বঙ্গবন্ধুর মত তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনাও চট্টগ্রামবাসীকে বিশ্বাস এবং ভালোবাসার মর্যাদা দিয়েছেন এবং দিচ্ছেন যার বড় প্রমাণ বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় দুটি প্রকল্পের একটি আমাদের চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল। বক্তারা যে কোনো মূল্যে নৌকার প্রার্থীকে জয়ী করা আহ্বান জানান। আরো বক্তব্য দেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান, উত্তর জেলার সভাপতি তানভীর হোসেন তপু, তালেব আলী, নাজমুল হাসান রুমি, একরামুল হক রাসেল, ইয়াছিন আরাফাত কচি, নাঈম রনি, নোমান চৌধুরী, রাহুল বড়ুয়া, শাহীন মোল্লা, আমজাদ হোসেন, রনি মির্জা, সুজন বর্মণ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে ঠিকাদারদের তাগিদ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ শ্রমিক নিহত