নৌকার জয় মানে উন্নয়নের নতুন দুয়ার উন্মুক্ত

মোহরায় মতবিনিময় সভায় রেজাউল

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১০:৫১ পূর্বাহ্ণ

৫ নম্বর মোহরা ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় সভায় চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ ও নৌকার বিজয় হলে উন্নয়ন হয়, এটা এখন সকলেই বোঝে। আজ হতে দশ বছর আগের মোহরার সাথে আজকের মোহরার তুলনা করলেই বোঝা যায়, নৌকার জয় মানে উন্নয়নের নতুন নতুন দুয়ার উন্মুক্ত হওয়া। অনেক আগে থেকেই মোহরা সিটি এলাকার আওতাভুক্ত হলেও এখানে উন্নয়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই। বিগত দশ বছরে যে উন্নয়ন মোহরায় সংগঠিত হয়েছে, তা এর আগে কল্পনাও করেনি কেউ।হাজী নুর আহম্মদ সওদাগর ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সোমবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কামাল উদ্দিন। নূর মোহাম্মাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল বশর, নাছির উদ্দিন, মো. ফয়েজ, ফিরোজ, আলি রিয়াজ খান, সামশুল আলম, অমর খৈয়াম তৈয়ব, সিরাজুল ইসলাম, সফিকুর রহমান সৌরভ, নিজাম উদ্দিন, নুরজাহান রিপন, কাজী মামুন, মিজানুর রহমান বাপ্পি, জসিম উদ্দিন, হামিদুর রহমান সাকিব, শাজাহান, মো. জিয়া, নূর উদ্দিন মুন্না, মো. ইউনুস, তাওসিফ আহমেদ রিকি, মো. জুয়েল, মো. সোহেল, মো. আনোয়ার, মো. সোহাগ, মো. নেজার উদ্দিন, মো. এয়াকুব, মো. হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু
পরবর্তী নিবন্ধজোয়ার-ভাটার সময়সূচি