নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে : ফজলে করিম

রাউজান প্রতিনিধি | সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

রাউজানের নোয়াপাড়া ও উরকিরচরে সরকারি ভাতাভোগীদের দুটি পৃথক সমাবেশে গতকাল রোববার প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, গত ২৮ বছর কাজ করে বিধ্বস্ত রাউজানকে আমি মনের মতো করে সাজিয়েছি। ৯৬ পূর্ববর্তী সময়ে স্বাধীনতা বিরোধী চক্রের পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদ, সন্ত্রাস,চাঁদাবাজ কবলিত রাউজানের প্রতিটি ধর্মবর্ণের মানুষকে নিরাপত্তার চাদরে এনে নিরাপদ করেছি। আগামী প্রজন্মের জন্য কাপ্তাই সড়ক পথ চার লেইন, চুয়েট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ, দক্ষিণ রাউজানে পূর্ণাঙ্গ থানা স্থাপন, ফায়ার স্টেশন, শিশু অপরাধ সংশোধনাগার, হালদার ছায়ার চরে ইকো পার্ক, রাউজানকাগতিয়ারাউজান সেকশন১ সড়ক প্রশস্ত করারসহ আরো কিছুগুরুত্বপূর্ণ প্রকল্প কাজ শেষ করতে হবে। এসব কাজ শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে আমাকে করতে হবে। তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে জঙ্গি,সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকরা রাউজানের শান্তি,সমৃদ্ধি ও সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে মাঠে নামতে পারে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। কোনো অবস্থায় স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা দিয়ে এদেশকে ধ্বংস করার সুযোগ দেয়া যাবে না।

নোয়াপাড়া ইউনিয়নের শেখ কামাল কমপ্লেক্স পাশের মাঠের সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় চেয়ারম্যান বাবুল মিয়া। উরকিরচর ইউনিয়নের মদুনাঘাট ব্রিজের কাছে সমাবেশ করেন ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, দলের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, আলহাজ শামশুল আলম,ডা. বিশ্বনাথ দাশ, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমদ, ভুপেষ বড়ুয়া, সাহাবুদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দীন হিরো, মোহাম্মদ রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, রবিন্দ্র লাল চৌধুরী, জাফর আহমদ,মঞ্জুর হোসেন,শুভময় দাশ রাজু, নুরুল আবছার মিয়া, সাবেক চেয়ারম্যান নসরুল্লাহ চৌধুরী লালু,আবদুল মজিদ, মোহাম্মদ আয়ুব, শফিউল আলম প্রমুখ

পূর্ববর্তী নিবন্ধচবি রেললাইন থেকে বাইপাস সড়ক হলে হাটহাজারীতে যানজটের সমাধান হবে
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দিনের মতো পতেঙ্গা সৈকতে চলছে হাসানের মুণ্ডুর খোঁজ