নৌকায় এসে কর্ণফুলীর পাড়ের বাড়িতে ডাকাতি

গ্রেপ্তার ১, অস্ত্র উদ্ধার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ৪:৩২ পূর্বাহ্ণ

নগরীর কর্ণফুলী নদী পাড়ের একটি বাড়িতে ডাকাতির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকলিয়া থানার ওসি আফতাব হোসাইন আজাদীকে বলেন, গোপন তথ্য পেয়ে বাকলিয়া ক্ষেতচর ২ নম্বর গলিতে অভিযান চালিয়ে ডাকাত আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি দেশীয় এলজি, কার্তুজ ও ডাকাতিতে ব্যবহার করা নৌকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে নৌকায় এসে নগরীর বাকলিয়া থানার বজ্রঘোনা চেয়ারম্যান ঘাটা এলাকায় ডাকাতি করে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় বৃহস্পতিবার মামলা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার রাত ২টার দিকে কলাপসিবল গেটের তালা ভেঙে ১০১২ জনের একটি দল ঘরে ঢুকে যায়। তাদের সবার মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। তারা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে বালিশের কভারে ভরে নিয়ে যায়। ডাকাতির সময় ঘরের লোকজনকে মারধর করা হয়। ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের কিছু মানুষ এগিয়ে এলে তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ইঞ্জিনচালিত নৌকায় উঠে পালিয়ে যায়।

ওসি আফতাব বলছেন, গ্রেপ্তার কাশেম পেশাদার ডাকাত। তার নামে ডাকাতির অভিযোগে অন্তত ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধইট-বিটুমিন উঠে সড়কে বড় বড় গর্ত
পরবর্তী নিবন্ধপুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভে শিক্ষার্থীর ঢল