আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিমের সমর্থনে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এতে বক্তারা ২৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে স্বপ্নের চট্টগ্রাম গড়ার আহবান।
সেক্টর কমান্ডারস ফোরাম : চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সমর্থনে রোববার গণসংযোগ ও একাধিক পথসভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর লালদীঘি চত্বরে সমাবেশ শেষে সিনেমা প্যালেস, পুরাতন গীর্জা, কেসিদে রোড, হাজারী গলি, আন্দরকিল্লা, জামালখান এলাকায় গণসংযোগ শেষে সন্ধ্যায় চেরাগী পাহাড় মোড়ে পথসভায় কর্মসূচি সমাপ্ত হয়।
লালদিঘী চত্বরে সংগঠনের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, সাধন চন্দ্র বিশ্বাস, আবুল কাশেম চিশতি, বেদারুল আলম চৌধুরী বেদার, সেলিম চৌধুরী, আবদুল মালেক খান, এডভোকেট সাইফুন্নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, নুরুল হুদা চৌধুরী, ডা. ফজলুল হক সিদ্দিকী, নাজিম উদ্দিন, লেয়াকত হোসেন, ডা. চন্দন দত্ত, মোজাম্মেল হক মানিক, মঈনুল আলম খান, সাধন দাশ, নবী হোসেন সালাউদ্দিন, কামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান বিল্পব, মর্তুজা কামাল, রাজীব চন্দ, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, নাসির খান পান্না, ভাস্কর দেব, শীলা চৌধুরী, পারুল আক্তার বর্ষা, হাসান মুরাদ, হোসেন আলী ভুলু, আশরাফ খান, আমানউল্লাহ মানিক, শামসুল আলম, গোলাম মোস্তফা, আবুল কালাম, ডা. আঁচল চক্রবর্তী, বাসেত চৌধুরী বাবু, খালেদুজ্জামান খালেদ, মো. রাসেল, এস এম রাফি, নয়ন মজুমদার প্রমুখ। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
হেলাল আকবর চৌধুরী বাবরের গণসংযোগ : মহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডে রেজাউল করিম চৌধুরীর নৌকা ও কাউন্সিলর প্রার্থী সলিম উল্লাহ্ বাচ্চুর ঘুড়ি এবং মহিলা কাউন্সিলর প্রার্থী নিলু নাগের মোবাইল মার্কার সমর্থনে এলাকার বিভিন্ন মোড়ে মিছিল, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন মহসিন কলেজ ছাত্রলীগের প্রতিনিধি আনোয়ার হোসেন পলাশ। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। এসময় আরও বক্তব্য রাখেন শিবু প্রসাদ চৌধুরী, মোহাম্মদ জাহেদ, দেলোয়ার হোসেন, হোসাইন আহম্মেদ রুবেল, রুবেল সিকদার প্রমুখ।
১১নং ওয়ার্ড : রেজাউল করিমের নৌকা প্রতীকের সমর্থনে ১১নং ওয়ার্ডের দক্ষিণ কাট্টলীতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আরিফুর রহমানের নেতৃত্বে গণসংযোগ করেছেন অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহিদুল আমিন, আওয়ামী লীগ নেতা প্রফেসর ছায়েদুল হক, সাইমুন রিয়াদ সামি, বাবর উদ্দীন সাগর, জাহাঙ্গীর আলম চৌধুরী, আলী আফছার, গোলাম কিবরিয়া মাসুদ, ইব্রাহিম খলিলউল্লাহ্, মিজানুর রহমান সবুজ, অহিদুল মাওলা টুটুল, পারভেজ, নয়ন, ইসমাইল, রফিকুল ইসলাম রুবেল, ইমতিয়াজ আবেদিন চৌধুরী ইমু, রিফাত, অনিক রায়, অনিক মজুমদার, রাসেল, রকি, কামরুল রনি, লিটন দাশ, জাবেদ চৌধুরী প্রমুখ।
দক্ষিণ পতেঙ্গা : মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নৌকা, ৪১ নং ওয়ার্ড দলীয় কাউন্সিলর প্রার্থী ছালেহ আহমদ চৌধুরীর ঘুড়ি ও মহিলা কাউন্সিলর প্রার্থীর গ্লাস মার্কার সমর্থনে দক্ষিণ পতেঙ্গার শীল পাড়া ও ওয়াইজ মো. চৌধুরী পাড়ায় গণসংযোগ চালানো হয়েছে। গণসংযোগে নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা ও চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নৌকা প্রতীকের কেন্দ্র কমিটির সদস্য সচিব কামরুল ইসলাম রাশেদ। এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থীর পুত্র প্রবাসী দিদার চৌধুরী, শাকিল হারুন, মহিউদ্দিন, মো. হোসেন, ইলিয়াছ দিদার, মঈনুদ্দিন শাকিল, অশোক কুমার শীল, নাহিদা আকতার, মীরা রানী শীল, আরিফ কিষান প্রমুখ।
নগর স্বেচ্ছাসেবকলীগ: মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নৌকা ও পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোবারক আলীর টিফিন ক্যারিয়ার মার্কার সমর্থনে ৪৩ নং সাংগঠনিক আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডে গতকাল গণসংযোগ ও গণমিছিলের আয়োজন করা হয়। গণমিছিল শেষে আমিন কলোনি মসজিদ চত্বরে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। নগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য এডভোকেট তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও মুহাম্মদ জসিম উদ্দিনের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা ছিলেন, আফজালুর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন ড. জমির উদ্দিন সিকদার, অ্যাডভোকেট এএইচএম. জিয়া উদ্দিন, কেবিএম শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, আশিষ কুমার, তারেক মাহমুদ পাপ্পু, ডা. উম্মে সালমা মুন মুন, নুরুল কবির, সুজিৎ দাশ, আজাদ খান প্রমুখ।
মহানগর ন্যাপ: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত এক সভা গতকাল দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন চট্টগ্রাম মহানগর ন্যাপের যুগ্ম-আহ্বায়ক লায়ন বাপন দাশগুপ্ত এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম-আহ্বায়ক ফয়েজ উল্লাহ মজুমদার। সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ন্যাপ সমর্থক এবং জনগণের প্রতি চট্টগ্রাম মহানগর ন্যাপের পক্ষ থেকে আহ্বায়ন জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাপ নেতা গাজী আলমগীর কবির, অধ্যাপক কামরুল আনোয়ার চৌধুরী, মকবুল আহমদ, সুভাষ আইচ প্রমুখ।
শ্রমিক কর্মচারী লীগ : রেজাউল করিম চৌধুরীর নৌকা মার্কার সর্মথনে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) উদ্যোগে গতকাল প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। নগরীর নিমতলা বিশ্বরোড বিমান চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মীর নওশাদ। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। প্রধান বক্তা ছিলেন সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, সহ-সভাপতি তোফায়েল আহমেদ, মুসফিকুর রহমান, শফর আলী, বিএম জাফর, লুৎফর রহমান, ফিরোজ হোসেন, মহিউদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, শফি বাঙালি, মো. আলমগীর প্রমুখ।
আদি ও আগত বাসিন্দা কল্যাণ পরিষদ: চট্টগ্রাম আদি ও আগত বাসিন্দা কল্যাণ পরিষদের উদ্যোগে চসিক মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদকীয় উপ কমিটির সদস্য চটগ্রাম আদি ও আগত বাসিন্দা কল্যান পরিষদের সভাপতি লায়ন হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন মাস্টার অজিত কুমার শীল, মোয়াজ্জেম হোসেন, তসলিম আহম্মেদ, এডভোকেট কামরুননাহার প্রমুখ।
৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগ: আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বীর মু্কি্তযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী ও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলমকে বিজয়ী করতে বহদ্দারহাট, খাজা রোড় ও বলিরহাট এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগ। গণসংযোগ শেষে এক পথসভায় বক্তারা বলেন, ৬নং পূূর্ব ষোলশহর ওয়ার্ডকে একটি নান্দনিক ওয়ার্ড হিসেবে গড়তে নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী বীর মু্কি্তযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী ও ঘুড়ি প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলমকে বিজয়ী হবে।
দক্ষিণ খুলশী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে দক্ষিণ খুলশীতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সরকারী মহিলা কলেজ পুরুষ কেন্দ্রের আহবায়ক সাব্বির হান্নান। সভায় বক্তব্য রাখেন সরকারী মহিলা কলেজ মহিলা কেন্দ্রের আহবায়ক মোতালেব সরকার, যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুম সিদ্দিকী, আবু তাহের, মমতাজ আহমেদ, কামাল হোসেন, সদস্য সচিব ঈদ মোহাম্মদ মনু, নাজিম উদ্দিন, সদস্য মনির খান, আবদুর রহমান, আজগর, এডভোকেট জাফর হায়দার, শিপন, সাব্বির, নেহাল, হারুন, বেলাল, জুম্মন, চান্দু এবং মনু প্রমুখ।
চট্টগ্রাম উন্নয়ন ফাউন্ডেশন: চট্টগ্রাম উন্নয়ন ফাউন্ডেশন’র উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী কে নৌকা মার্কায় ভোট প্রদান করে জনগণের উন্নয়নের সুযোগ প্রদানের আহ্বান জানানো হয়। নাট্যজন সজল চৌধুরী’র নেতৃত্বে নগরীর প্রধান প্রধান সড়কে এ প্রচারণা চালানো হয়। এ সময়ে প্রচারণা পত্র উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান লায়ন ডা: আর কে রুবেল। এসময় উপস্থিত ছিলেন সুজিত কুমার দাশ, জসিম উদ্দিন চৌধুরী, মো: কুতুব উদ্দিন, মৃণাল কান্তি দাশ, শিক্ষিকা নীলা বোস, রোপী দাশ, আনোয়ারা খন্দকার কলি, এস কে পাল সুজন, এস বি জীবন প্রমুখ
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা কল্যাণ সোসাইটি : বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা কল্যাণ সোসাইটি বিভাগীয় কমিটি চট্টগ্রাম’র উদ্যোগে আওয়ামী লীগ মনোনিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের সমর্থনে ৮নং শোলকবহর ওয়ার্ড, আদর্শ পাড়ার মুখে পক্ষে লিফলেট বিতরণ করা হয়। এলাকাবাসীকে এম রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি ডাঃ সুধীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক, ডাঃ লিটন চক্রবর্তী, মহানগর আহ্বায়ক ডাঃ রঞ্জিত চৌধুরী, কেন্দ্রীয় সভাপতি ডাঃ রতন চক্রবর্তী, ডাঃ স্বপন ভট্টাচার্য্য, মোঃ রিদোয়ান আলম তালুকদার, ডাঃ শিল্পী রানী, প্রিয়াংকা দত্ত প্রমুখ।
ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগ: এম রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের নন্দীরহাট, শৈলবালা স্কুল সংলগ্ন এলাকা, মাহমুদাবাদ, শাহাজীপাড়া, গুপ্তপাড়া সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ করা হয়েছে। গণসংযোগকালে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হায়দার, পূবালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাসান লিটন, শ্যামল বড়ুয়া, ইকবাল, সুজন বড়ুয়া, মো: শফি, মো: ইকবাল হোসেন, যুবলীগ নেতা মো: ফোরকান, ছাত্রলীগ নেতা মিজান, মোজাহিদ, মো: নঈম, মহিলা লীগ নেত্রী মিনা পারভীন, সাইমা আক্তার প্রমুখ।
সুচিন্তার প্রচারণা
শনিবার নগরীর মুরাদপুর, ষোলশহর, বহদ্দরহাটে বিপুলসংখ্যক আলেম ওলামাদের সঙ্গে নিয়ে নৌকা মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের পক্ষে অ্যাডভোকেট জিনাত সোহানার নেতৃত্বে পথসভা ও ডোর টু ডোর প্রচারণা করেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ। এ প্রচারণায় জিনাত সোহানা চৌধুরী, সমাবেশে মাওলানা এহসানুল হক, হাফেজ মাওলানা আবু তৈয়ব, ডা. হোসেন আহম্মেদ এবং আবু হাসনাত চৌধুরী বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন সৌরভ মুৎসুদ্ধি, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ জিতু এবং অসংখ্য আলেম ওলামাগণ।
বন্দর থানা পূজা পরিষদ : আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষে গণসংযোগ করেছেন বন্দর থানা পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ। নগরীর ৩৬, ৩৭ ও ৩৮নং বন্দর ওয়ার্ডের বিভিন্ন এলাকার অলি-গলিতে ব্যাপক প্রচারণা চালায় এবং নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বন্দর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অশোক দত্ত, সহ-সভাপতি পলাশ দে, সাধারণ সম্পাদক রতন দাশ, যুগ্ম সম্পাদক লিংকন দে, সাংগঠনিক সম্পাদক মান্না দত্ত, পূজা বিষয়ক সম্পাদক পীযুষ চৌধুরী, কর্মকর্তা মুকুল চৌধুরী, জনি দে, রাহুল দাশ, ইমন দে, কিরন দে, সুমন দে, দয়াল দে, পলাশ চৌধুরী, নয়ন বণিক, শিমুল দাশ, শ্রীকৃষ্ণ দে, নিলু দাশ প্রমুখ।