চট্টগ্রাম জেলা নৌ স্কাউটসের উদ্যোগে ১৭০ ও ১৭১তম স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স এবং ১৩তম কাব স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স ২০২১ নগরীর নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে গত ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেভাল একাডেমি চট্টগ্রামের ইন্সট্রাক্টর কমান্ডার এ এইচ এম মশিয়ুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইন্সট্রাক্টর সাব-লেফটেন্যান্ট রিদোয়ান আশরাফ। স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউট জাতীয় উপ-কমিশনার (প্রোগ্রাম) মশিউর রহমান। উক্ত ১৭০তম পারদর্শিতা ব্যাজ কোর্সে মো. রেজাউল করিম, রমা বড়ুয়া এবং হাসিনা সুলতানা কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।
এতে উপস্থিত ছিলেন মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি মো. মূসা, জেলা নৌ স্কাউট লিডার মো. আসাদুল ইসলাম আসাদ, জেলা নৌ কাব স্কাউটস লিডার মাহাবুব খান প্রমুখ।
অংশগ্রহণকারী সদস্যগণ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করেন। অতিথিবৃন্দ অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।