চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি মরহুম নোয়াব আলী ভূইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয় গতকাল শুক্রবার বিকালে রফিকুল ইসলামের সভাপতিত্বে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
এ সময় তিনি বলেন, মরহুম নোয়াব আলী ভূইয়া দুঃসময়ের কান্ডারী ছিলেন। তার আন্দোলন সংগ্রাম মেহনতী মানুষের কল্যাণে অত্যন্ত ভূমিকা রেখেছিলেন। তিনি শ্রমজীবী মানুষের কাজ করতে গিয়ে অনেক নিপীড়িত হয়েছেন। তবুও মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োজিত করেছিলেন। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলন সংগ্রামে তাঁর ভূমিকা ছিল দৃষ্টান্তমূলক। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে প্রথম কারফিও ভঙ্গ করে নিউ মার্কেট চত্বরে তিনি যে ভূমিকা রেখেছেন তা দেশবাসীর কাছে তখন একটি দৃষ্টান্ত ছিল। প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তার ভূমিকা অত্যন্ত তৎপর্য। মানুষের কল্যাণে তিনি যে কাজ করে গেছেন এর মধ্যদিয়ে সারা জীবন মরহুম নোয়াব আলী ভূইয়া আমাদের মাঝে বেঁচে থাকবেন।
প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, নোয়াব আলী ভূইয়া আজীবন মানুষের নিঃস্বার্থ দাবি আদায়ের যে সংগ্রাম করেছেন এটি অত্যন্ত পরিতাপের বিষয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কোন লোক ছিল না তখনই তিনি ঐ সমস্ত শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দাবি আদায় করেছিলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, এম.কে.এম. পেয়ারু, নকিব উদ্দিন ভূইয়া, মো. দিদারুল আলম, এম এ বাতেন, মো. জসিম উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. রিয়াজ, সায়েদ আলী ভূইয়া, মির্জা আবুল বশর, মমতাজ সর্দার, মো. দেলোয়ার, মো. জনি, মো. ইমন, সাইফুল সায়েল, শাহাদাত খান রাসেল, মো. ইভান, মো. মাঈনুদ্দীন, মো. আলমগীর, মো. মিরাজ, মো. রিদুয়ান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।