নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিমের বড় ভাই খুলশীতে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

নগরের খুলশী থেকে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নোয়াখালীর কবিরহাট উপজেলার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম (৬০)। গতকাল সোমবার দিবাগত রাতে খুলশী ১ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন খুলশী থানার ওসি।

ধৃত ইব্রাহিম কারাগারে থাকা নোয়াখালী(সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর বড় ভাই।

তার গ্রামের বাড়ি কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামে। চট্টগ্রামে তার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ইব্রাহিম। তার বিরুদ্ধে কবিরহাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচকরিয়া আদালত চত্বর থেকে ফের গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান নবী হোছাইন