নোয়াখালীর ঘটনায় দায় এড়াতে পারে না প্রশাসন

বাবুনগরীর বিবৃতি

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২০ at ১০:৪১ পূর্বাহ্ণ

নোয়াখালীর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন হেফাজত মহাসচিব আল্লামা বাবুনগরী। গতকাল সোমবার রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল থেকে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, দেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। এর মধ্যে নোয়াখালির ঘটনা আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। বর্বরোচিত কায়দায় এভাবে কোন মা-বোন নির্যাতনের শিকার হওয়ার পর চুপ করে ঘরে বসে থাকা যায় না। আল্লামা বাবুনগরী বলেন, এ ঘটনায় এক মাস পার হয়ে গেলেও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লম্পটদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি তা বড়ই দুঃখজনক। অবহেলার এ দায় স্থানীয় প্রশাসন কখনো এড়াতে পারেনা। তিনি বলেন, দেশে একের পর ধর্ষণের ঘটনার পরও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছেনা।
যার কারণে ধর্ষণ আজ মহামারীর আকার ধারণ করেছে। হুশিয়ারি উচ্চারণ করে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে নোয়াাখালীর বর্বোরোচিত এ ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এর প্রতিবাদে গোটা দেশ উত্তাল হয়ে উঠতে পারে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের আবাসন সংকট ঘুচাতে সর্বাত্মক চেষ্টা করছে সিডিএ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৬৭