নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহযোগিতায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নোয়াখালী জেলায় ৫ দিনব্যাপী চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা কর্মসূচি শুরু হয়েছে। নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামের জিমনেসিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের এডহক কমিটির সদস্য রায়হান উদ্দিন রুবেল, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নুরুল আমিন খান, চুকবল সংগঠক সরোয়ার আলম চৌধুরী মনি, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ইকবাল বাহার আজাদ, বাংলাদেশ জাতীয় চুকবল দলের খেলোয়াড় ও কোর্সটির প্রশিক্ষক আজিজুল হাকিম মুন্না, অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শারীরিক শিক্ষা শিক্ষক মুকুন্দ চন্দ্র দাশ, মো. জিয়াউল হায়দার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের এডহক কমিটির সদস্য সাইফুল্লাহ্ মুনীর। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ–তরুণীরা।












