নোলকের কণ্ঠে ‘সন্ধ্যাবাতি’

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:২৬ পূর্বাহ্ণ

ক্লোজআপ ওয়ানের প্রথম আসরের দুই রানারআপ রাজীব ও বিউটি অনেক আগেই তারেক আনন্দের কথায় কণ্ঠ দেন। রাজীবের ‘যমুনার চর’ ও বিউটির ‘প্রেম সাধনা’ গান দুটি শ্রোতারা বেশ পছন্দ করেন। গীতিকবির ইচ্ছা ছিল চ্যাম্পিয়নের কন্ঠে একটি গান তুলে দেওয়া। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো।

নোলকের কণ্ঠে আগামীকাল বুধবার সন্ধ্যায় সাউন্ডটেক থেকে প্রকাশ হচ্ছে ‘সন্ধ্যাবাতি’ গানের মিউজিক ভিডিও। গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী। সংগীতায়োজন করেন রাফাত। নোলক বাবু বলেন, আমার কণ্ঠে শ্রোতারা অনেক গান শুনেছেন এর আগে।

‘সন্ধ্যাবাতি’ গানটি আমার ক্যারিয়ারের অন্যতম এক সিগনেচার গান হতে যাচ্ছে। আমি যদি পাঁচশ গানে কণ্ঠ দিয়ে থাকি তাহলে এই গান আমার পছন্দের প্রথম সারিতে। সুরকার খায়রুল ওয়াসী বলেন, নোলক ভাইয়ের জন্য সুর করতে পেরে অনেক ভালো লাগছে। তার কণ্ঠটাকে মাথায় রেখে সুর করেছি। গানটি শ্রোতাদের ভালো লাগবে। গানটি ভিডিও আকারে প্রকাশ করবে সাউন্ডটেক।

পূর্ববর্তী নিবন্ধহানিফ সংকেতের ঈদের নাটকে চঞ্চল ও মম
পরবর্তী নিবন্ধকান উৎসবের বিচারকমণ্ডলীতে দিপীকা