নোনা জলের কাব্য জেলেরা দেখলো আগে

| বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন ও আবহাওয়ার প্রতিকূলতার মুখে তাদের টিকে থাকার লড়াইকে ‘নোনা জলের কাব্য’ সিনেমায় তুলে ধরা হয়েছে। খবর বাংলানিউজের। নবাগত পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমাটি শুক্রবার দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। তবে আনুষ্ঠানিক মুক্তির আগেই ‘নোনা জলের কাব্য’ দেখলেন কুয়াকাটার চর গঙ্গামতীর জেলেপাড়ার মানুষেরা। প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকদের জন্য প্রদর্শনের আগেই পটুয়াখালীর জেলেপল্লীতে গত সোমবার বিশেষ প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১ হাজার ২০০ দর্শক উপস্থিতি ছিলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই বিশেষ প্রদর্শনীতে সিনেমার পরিচালক ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেটারের বউ হবেন জাহ্নবী!
পরবর্তী নিবন্ধহকিতে মোহামেডানকে হারিয়ে দিল আবাহনী