নোঙর সাহিত্য আড্ডা

| রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৯:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র প্রকাশিত সাহিত্য পত্রিকা নোঙরের সাহিত্য আড্ডা নগরীর পাঁচলাইশস্থ মাটি মিলনায়তনে গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। নোঙর সম্পাদক কবি ইকবাল করিম রিপনের সভাপতিত্বে ও গল্পকার আ স ম হান্নানের সঞ্চালনায় সাহিত্য আড্ডায় স্বরচিত লেখা পাঠ ও আলোচনায় অংশ নেন চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক অধ্যাপক মাঈন উদ্দিন জাহেদ, কবি হোসেন শহীদ, প্রাবন্ধিক মোয়াজ্জেম হোসেন, প্রাবন্ধিক অধ্যাপক বশির উল্লাহ সাইমুম, গল্পকার ইলিয়াস বাবর, কবি আবু ওবাইদা আরাফাত, ছড়াকার হানিফ মজুমদার, গল্পকার অধ্যাপক মুহাম্মদ নিজাম উদ্দিন, গল্পকার অরূপ পালিত, গল্পকার প্রদীপ প্রৌজ্জল, কবি মিজান মনির, কবি কফিল উদ্দীন দুলাল, প্রাবন্ধিক শওকত এয়াকুক, শিল্পী মোস্তফা মুরাদ, শিল্পী মুহাম্মদ আব্দুল্লাহ, শিল্পী রাশেদুল ইসলাম, বাচিকশিল্পী সৈয়দ হাসানুল মুরতাজা, কথাশিল্পী আরমানুজ্জামান, শিল্পী শাব্বির আহমেদ, কবি তানভীর সিকদার, শিল্পী ইরফান মাহমুদ, শিল্পী ফারহান মুন্সী। উল্লেখ্য, প্রতিমাসের তৃতীয় শুক্রবার এ আড্ডা নিয়মিত অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিসিবির বিভিন্ন বিভাগে নতুন কমিটি
পরবর্তী নিবন্ধনগরীর ডিউপয়েন্ট স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী