নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

নগরের মাদারবাড়ি এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে দুই বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত ও বিক্রি, নোংরা কাগজ দিয়ে কেক ও পাউরুটি মোড়ানো এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ করার অপরাধে মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইনের ‘চট্টলা বেকারি’কে ৩০ হাজার টাকা এবং ‘মাহফুজুর রহমান বেকারি এন্ড কনফেকশনারি’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমোস্তফা মার্টের দ্বিতীয় আউটলেট মেরিডিয়ান কোহিনূর সিটিতে
পরবর্তী নিবন্ধদ্রুত চাকসু নির্বাচনের দাবি ছাত্রদলের