নোংরা পরিবেশে ফুচকা তৈরি, কারখানায় ভোক্তা-অধিকারের তালা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৭:২৪ পূর্বাহ্ণ

নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা তৈরি করায় নগরের বায়েজিদ থানা এলাকায় একটি কারখানা বন্ধ করে দিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ফুচকা ও ফুচকা তৈরির ভেজাল উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়। একই অভিযানে আতুরার ডিপো এলাকায় দুইটি ফার্মেসি ও একটি ফাস্ট ফুডের দোকানসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার
টাকা জরিমানা করা হয়।
গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের দিদার হোসেন ও আনিসুর রহমান।
দিদার হোসেন দৈনিক আজাদীকে বলেন, নোংরা পরিবেশে ফুচকা উৎপাদন করছিল। পোড়া তেল ব্যবহার করছিল সেখানে। ফুচকা জব্দ করে ধ্বংস করেছি। বাড়ির মালিককে সর্তক করেছি। মেয়াদোত্তীর্ণ ইনসুলিন বিক্রিসহ বিভিন্ন অপরাধে দুইটি ফার্মেসির একটিকে ১০ হাজার টাকা এবং অন্যটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বেক অ্যান্ড ফাস্ট নামে একটি কনফেকশনারিকে ৩ হাজার এবং আর একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআবারো পুরো ব্রাজিলকে উল্লাসে মাতাতে চান রাফিনিয়া
পরবর্তী নিবন্ধজাপানি রাষ্ট্রদূতের বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী