নোংরা পরিবেশ নুডুলস ও আইসক্রিম উৎপাদন

দুটি প্রতিষ্ঠান বন্ধ করলো চসিক

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ১০:২৯ অপরাহ্ণ

নোংরা পরিবেশে নুডুলস ও আইসক্রিম উৎপাদন করায় নগরের চাক্তাই আমিন হাজী রোড এলাকার দুটো প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটি হচ্ছে চাকতাই আমিন হাজী রোড এলাকার হিফস এগ্রো ফুড প্রোডাক্ট এবং শাহ্ আমানত ফুড প্রোডাক্ট।

আজ শনিবার (২ এপ্রিল) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

বন্ধ করে দেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ না করে নুডলস ও ম্যাকারনি উৎপাদন করছিল হিফস এগ্রো ফুড প্রোডাক্ট।

এছাড়া অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে আইসক্রিম প্রস্তুুত করছিল শাহ্ আমানত ফুড প্রোডাক্ট।

একই অভিযানে কালামিয়া বাজারে মূল্য তালিকা না টাঙ্গানোর কারণে চার দোকানদারের বিরুদ্ধে মামলা করে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা পোশাককর্মীর
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ২০ দিন পর যুবকের মৃত্যু