নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ

আজাদী ডেস্ক | রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে এ কে খান মোড়ে আওয়ামী লীগের উদ্যোগে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও ১৪ দল মহানগরীর সমন্ময়ক খোরশেদ আলম সুজন। সভায় তিনি বলেন, শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানে সরকার বদ্ধপরিকর। অবস্থান কর্মসূচির সমন্বয়কারী ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে রাজপথে সজাগ থাকতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, . নিছার উদ্দিন আহমেদ মন্‌জু, নুরুল আবছার মিয়া, মোর্শেদ আকতার চৌধুরী, সাবেক মহানগর আওয়ামী যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা, চসিক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, হালিশহর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম কায়ছার, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর অধ্যাপক মোঃ ইসমাইল, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন মোঃ ইলিয়াছ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক সরোয়ার মোর্শেদ কচি, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর জহুরুল আলম জসিম, যুগ্ম আহবায়ক মোঃ এরশাদ মামুন, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসলাম সওদাগর, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ছাবের আহমেদ সওদাগর, যুগ্ম আহবায়ক লায়ন মোঃ শওকত আলী, যুগ্ম আহবায়ক লুৎফল হক খুশী, মোঃ গিয়াস উদ্দিন জুয়েল, মোঃ ইকবাল চৌধুরী, মোঃ হাবিবুর রহমান, মোঃ এরশাদ উল্লাহ, মোঃ দিলদার খান দিলু, মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ : দেশব্যাপী নিরীহ মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নগরীর লালখান বাজার মোড়ে শনিবার (৩ আগস্ট) দুপুরে শান্তি সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এসময় বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হেলাল উদ্দিন, এডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ খান, মো. সালাহ উদ্দিন, দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে ৪ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি লালখান বাজার মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিইসি মোড়ে এসে শেষ হয়।

চান্দগাঁও স্বেচ্ছাসেবক লীগ : চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসুচি পালন করেছে। সেই ধারাবাহিকতায় শুক্রবার (২ আগস্ট) নগরীর চান্দগাঁওয়ে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ মিছিল করেছে চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগ। মিছিলটি বাহির সিগনাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম মামুনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সুমন দাশের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা দেবাশীষ আচার্য্য। আরও বক্তব্য রাখেন চান্দগাঁও থানা আওয়ামী লীগ নেতা শওকত আলম, সাবেক ছাত্রনেতা সুদিপ শর্মা, টুটুল দাশ, আব্দুল মালেক, মো. রাজদীল, অলি বড়ুয়া, বাপ্পী দে, কৃষ্ণ দাশ, নয়ন দাশ, অন্তু দে, হৃদয় দেব নাথ, মো. ফারক, প্রান্ত বড়ুয়া প্রমুখ।

পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধী বিএনপিজামায়াতের দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে যুবলীগকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াতবিএনপি। কোটা সংস্কারের নাম নিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে তারা। তিনি গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী সুপার মার্কেট চত্বরে উপজেলা যুবলীগ আয়োজিত দেশব্যাপী বিএনপিজামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম, উপজেলা আ.লীগের সভাপতি আ..ম সামশুজ্জামান চৌধুরী, নাছির উদ্দিন, অধ্যাপক হারুনুর রশিদ। শেষে শোকের মাস আগস্টের প্রথম দিনে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগের পক্ষ হতে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন ডি এম জমির উদ্দিন, সাইফুল হাসান টিটু, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ ফয়সাল, মোরশেদুল হক, দিদারুল আলম, শাহ আলম মেম্বার, এনামুল হক মজুমদার, মহিউদ্দিন, মিঠুন চৌধুরী, আহাম্মদ নুর সাগর, শাহজাহান চৌধুরী, কামাল উদ্দিন পারভেজ, তাজুল ইসলাম, কাজী কাদের, জাহেদুল ইসলাম, রণদীপ দে, হুমায়ুন কবির, ফয়জুল আবেদীন সজিব, সাইফুল ইসলাম সাইফু, মনির আহমদ,সাইফুল ইসলাম শাহিন, মো রুবেল, সাকিব, সৈয়দ নুর, ওমর ফারুক, মোহাম্মদ রাসেল, মো. কাদের, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন, হোসেন রনি, আমজাদ হোসেন বাদশা, মিল্টন দে, দিদারুল ইসলাম, জাহেদুল ইসলাম জিগার, হুমায়ুন কবির, সাদ্দাম হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহামাস নেতা হানিয়াকে খুব কাছ থেকে মারা হয়েছিল : ইরান
পরবর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম হাজেরা হেফজখানায় অভিভাবক সমাবেশ