নৈতিকতাসমৃদ্ধ প্রজন্ম গঠনে মাদরাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

ওয়াছিয়া আহমদিয়া মাদরাসার সবক প্রদানে শামসুল আলম

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

সমাজসেবক শামসুল আলম বলেছেন, জাতীয় জীবনে সৎ, যোগ্য, দক্ষ এবং সুশিক্ষিত একটি জাতি গঠনে মাদরাসা শিক্ষা ভূমিকা রেখে আসছে। কিন্তু দূঃখজনক হলেও সত্য এখনো পর্যন্ত ক্ষেত্র বিশেষে মাদরাসা শিক্ষা গুরুত্বহীন। যা জাতীয় উন্নয়ন অগ্রগতির অন্তরায়। নৈতিকতাসমৃদ্ধ প্রজন্ম গঠনে মাদরাসা শিক্ষার আবশ্যকীয়তা কোনভাবেই উপেক্ষিত হবার নয়। তিনি ওয়াছিয়া আহমদিয়া মাদরাসার পরিশীলিত ব্যবস্থাপনা, আধুনিক ও যুগোপযোগী পাঠদান পদ্ধতিসহ সার্বিক বিষয়ে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি গত ১৫ অক্টোবর ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদরাসার ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। মাদরাসা অধ্যক্ষ ছৈয়দ আবু ছালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে ছবক প্রদান করেন শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনউদ্দীন আশরাফী। উপাধ্যক্ষ কাজী মুফিজুর রহমান সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন এস এম খালেদ, নেছার আহমদ, আবু তৈয়ব, মাস্টার ইসমাইল, মাস্টার রেজাউল করিম, আবুল হোসেন, মওলানা আমিরুল ইসলাম, রুমা আকতার, ইফফাৎ জাহান, শওকত আলী, আব্দুল হালিম, শফিউল আলম কাদেরী, মনিরুল হাসান, গোলাম মোস্তাফা, রমিজ উদ্দিন, আরমান শাহ, মনির হোসেন, আব্দুল করিম, ইশরাত শারমিন চৌধুরী, আব্দুল বারী প্রমুখ। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিশারিঘাট এলাকায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতির ফাতেহা ইয়াজ দাহুম মাহফিল