পরিবার একটি সামাজিক প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানে ক্রমাগত বেড়ে উঠে আমাদের সন্তানরা। আর সন্তানদের নৈতিকভাবে বেড়ে উঠা নির্ভর করে মা বাবা, দাদা দাদী, চাচা চাচী বা পরিবারে থাকা কোনো আপনজন থেকে। তাই নৈতিকভাবে যদি আপনি আপনার সন্তানকে গড়ে তুলেন তবে বড় হয়ে আপনার সন্তান একটি সুস্থ সমাজের জন্ম দিবে, গড়ে উঠবে একটি আদর্শ রাষ্ট্র। শিশুমন তাড়াতাড়ি কোনো কিছু ধারণ করতে পারে, তাই আপনি যদি আপনার সন্তানকে এ ধারণাটি সুস্পষ্ট করেন, তবে সে বড় হয়ে অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িয়ে যাবে না। ধরুন আপনি আপনার শ্বশুর শাশুড়ীকে সম্মান করে খেতে দেন, তাদের পছন্দের খাবার জিজ্ঞেস করে রান্না করেন, অসুস্থ হলে সেবা করেন, কোথাও বের হবার সময় বলে বা অনুমতি নিয়ে বের হন, তাহলে সেটি আপনার শিশুর মনে দাগ কাটবে এবং সেটি তার মনে স্থায়ী হবে। ফলে সে এটি তার পরবর্তী জীবনে প্রতিফলন ঘটাবে। আবার যদি আপনি রাস্তায় বের হন, অসহায় মানুষকে দেখে আপনার শিশুর সামনে যদি তাকে কিছু খেতে দেন বা কাপড়, টাকা দেন আর সুন্দর করে কথা বলেন, তবে আপনার শিশু বড় হয়ে ঠিক এ আচরণগুলো করবে আর তার মনে মায়া মমতার জন্ম নিবে। তাছাড়া বাইরে দোকানদার, গাড়ির কন্ট্রাক্টর, ড্রাইভার বা একজন দারোয়ানের সাথেও যদি আপনি ভালো ব্যবহার করেন তবে শিশুমনে তা আবহমান থেকে যাবে। আপনার পরিবারে যদি আপনি মিথ্যে বলেন তবে শিশুরা তা শিখবে, কারণে অকারণে সে সবার সাথে মিথ্যে বলতে শুরু করবে, যা তার অভ্যাসে পরিণত হবে। তাই মিথ্যে পরিহার করুন, সত্যের চর্চা করুন। আত্মকেন্দ্রিক হবেন না, পরিবারের সাথে সম্পৃক্ত আত্মীয়স্বজনের খোঁজ খবর রাখুন, মাঝে মাঝে তাদের সাথে একসাথে খাবারের আয়োজন করুন, তাতে সম্পর্ক মজবুত হবে, আপনার শিশুও তাই করবে ভবিষ্যতে। গৃহকর্মীর সাথে ভালো ব্যবহার, একসাথে খাবার খাওয়া, ঘুরতে যাওয়া, নিজেদের মতো করে সবার সামনে ট্রিট করা এটা সুন্দর মনের পরিচয় বহন করে, যা শিশুকে প্রভাবিত করবে। সর্বোপরি আপনার পালিত পশুকেও যদি আপনি ভালোবাসেন, সেও প্রাণীদের প্রতি ভালোবাসা দেখাবে। তাই শিশুমনের বিকাশ ঘটাতে আপনার নৈতিকতা বিশেষ ভূমিকা রাখবে। পরিবারই একমাত্র উত্তম প্রতিষ্ঠান যার ভূমিকা আপনার শিশুর মনে নৈতিকতা সৃষ্টির ক্ষেত্রে অদ্বিতীয় হয়ে থাকবে। শিশুকে বাঁচান, সুস্থ জীবনের সন্ধান দিন, যাতে আপনাকে বৃদ্ধ অবস্থায় অসহায় হতে না হয়। সমাজকে রক্ষা করুন, রাষ্ট্র গঠনে পরিবারকে মানদণ্ড হিসেবে রাখুন। নৈতিকতার বিকাশ পরিবারেই চর্চা করুন।