পটিয়া বায়তুশ শরফ শাহ্ জব্বারিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ইদ্রিস মিয়া বলেছেন, নৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। মাদ্রাসা শিক্ষার্থীরা ধর্মীয় ও নৈতিক শিক্ষায় বেড়ে উঠার কারণে তাদের মাঝে যেমন নৈতিকতা বোধের সৃষ্টি হয়। তেমনি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের ফলে শিক্ষার্থীরা এখান থেকে ভাল ফলাফলের মাধ্যমে মেধা তালিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি গতকাল শনিবার পটিয়া বায়তুশ শরফ শাহ্ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে শিক্ষার্থীরা মোবাইলেই বেশী আসক্ত। মোবাইলের প্রতি আসক্তি কমাতে হবে। তা না হলে এর কুপ্রভাব থেকে আগামী প্রজন্ম মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।
মাওলানা সওয়ার হোসাইন রাশেদীর সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাজী মাহবুবুর রহমান, এস এম আরিফুজ্জামান, কাজী সাইফুদ্দিন, শেখ মুহাম্মদ হোসেন চৌধুরী, নাজমুন নাহার, আকলিমা আক্তার, মো. তসলিম চৌধুরী, মো. আবু কাউছার, শাহ জাহান, হাফেজ রফিক বিন হোসাইন, মাওলানা মুহাম্মদ তাহের প্রমুখ।