সাফ অনূর্ধ্ব–১৬ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল বুধবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং নেপাল। সে ম্যাচে ভারতের কাছে ১–০ গোলে হার মানে নেপাল। আর তাতেই কপাল খুলে যায় বাংলাদেশ দলের। নেপালের এই পরাজয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। ভুটানে চলতি সাফ অনূর্ধ্ব–১৬ চ্যাম্পিয়নশিপ হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। ভারতের কাছে হারের পর অবশ্য বাংলাদেশের কিশোররা হারিয়েছিল নেপালকে। যে কারণে ভারত ও নেপালের ম্যাচের ওপর নির্ভর করছিল বাংলাদেশের ভাগ্য।
ভারতের কাছে ১–০ গোলে হেরে যাওয়ায় গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে হারল নেপাল। আর তাতেই বিদায় নিশ্চিত হয়ে যায় নেপালের। আর কপাল খুলে যায় বাংলাদেশের। ম্যাচটি ড্র হলেও বাংলাদেশ উঠে যেতো সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ পেয়েছে পাকিস্তানকে। দুই ম্যাচ জিতে পাকিস্তান ‘বি‘ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামীকাল শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।