নেপালের বিপক্ষে জাতীয় দলের সবশেষ দুই ম্যাচে হেরে গিয়েছিল বাংলাদেশ। তাই এ দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে জয়ের জন্য মুখিয়ে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গতকাল সোমবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছেন জামালরা। ম্যাচ খেলতে গিয়েই অধিনায়ক বুঝে নিয়েছেন দলের ফিটনেসের সার্বিক অবস্থা। ‘সত্যি বলতে টিমটা পুরোপুরি ফিট না। আজকে আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। অনেকের সমস্যা আছে। সত্যি বলতে আমাদের অনেক পরিশ্রম করতে হবে, আরও রানিং করতে হবে, তারপর ফিটনেস আসবে।’ ‘অনেকদিন পর আমরা অনুশীলন করছি। (অনুশীলনে) ম্যাচ খেলছি। অনেক খেলোয়াড়ই পুরোপুরি ফিট নয়। অনুশীলনের স্বল্পতা, ফিটনেসের ঘাটতি সব মেনে নিয়ে দলীয় লক্ষ্যও জানালেন জামাল। ‘আমরা জয়ের জন্য ক্ষুধার্ত। সবাই বলছে নেপালের কাছে তোমরা দুইবার হেরেছ এটা কী! তো বিষয়টা খেলোয়াড়দের মাথায়ও আছে। সবাই জিততে চায় এবং আমাদের জিততেই হবে।’