নেপালে দুই বাস নদীতে নিখোঁজ ৫৫ জনকে উদ্ধারের আশা ফিকে

| মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

নেপালের মদনআশ্রিত মহাসড়কে ভূমিধসের পর নদীতে ছিটকে দুই বাসের নিখোঁজ ৫৫ আরোহীর কাউকে আর জীবিত উদ্ধারের আশা দেখছেন না উদ্ধারকর্মীরা। চিতওয়ান জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ভেষ রাজ রিজাল বলেন, কাউকে জীবিত উদ্ধারের আর সম্ভাবনা নেই। খবর বিডিনিউজের।

আমরা এখন মৃতদেহ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। গত শুক্রবার ভোর রাতে প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসের কবলে পড়ে রাস্তা থেকে ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে যায় দুটি বাস। স্থানীয় কর্তৃপক্ষ সে সময় জানিয়েছিল,বাস দুটির মধ্যে অ্যাঞ্জেল বাস যাচ্ছিল কাঠমান্ডুর দিকে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৯০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমোগাদিশুতে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ২০