অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আয়োজিত ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কাঠমান্ডুতে। স্থানীয় সময় বিকেল সোয়া চারটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশ দল কাঠমান্ডুতে গিয়ে পৌঁছেছে। ২৫ জন ফুটবলার নিয়ে জেমি ডে’র কাঠমান্ডু যাওয়ার কথা থাকলেও ডিফেন্ডার রহমত মিয়ার করোনা পজিটিভ হওয়ায় তাকে রেখেই দল গেছে নেপালে। রহমতের আবার করোনা পরীক্ষা করা হবে। বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, রহমত মিয়ার পুনরায় কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। নেগটিভ হলে ২২ মার্চ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে রহমত মিয়া নেপাল যাবে। জামাল ভূঁইয়ার কলকাতা থেকে দু’একদিনের মধ্যে ঢাকায় ফেরার কথা। বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে কলকাতা মোহামেডান। নেপালের টুর্নামেন্ট বাংলাদেশ, কিরগিজস্তান অলিম্পিক দল এবং স্বাগতিকরা খেলবে।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২৩ মার্চ কিরগিজদের বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ ২৭ মার্চ নেপালের বিপক্ষে। শুক্রবার বিকেলে বাংলাদেশ প্রথম প্রস্তুতিতে নামবে নেপালে। কাঠমান্ডুর আর্মি স্টেডিয়ামে শিষ্যদের নিয়ে অনুশীলনে নামবেন জেমি ডে।