নেপাল চন্দ্র আচার্য

| শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:৫০ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলা সাতবাড়িয়ার বিশিষ্ট পন্ডিত, আচার্য সমিতি চট্টগ্রামের উপদেষ্টা নেপাল চন্দ্র আচার্য (৭০) গতকাল পরলোকগমন করেন। তার মৃত্যুতে আচার্য সমিতি চট্টগ্রাম সভাপতি অধ্যাপক সুবল আচার্য, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পন্ডিত অধ্যক্ষ ননীগোপাল আচার্য, গোকুল আচার্য, রতন আচার্য, প্রবীর আচার্য, সাধন আচার্য্য, লায়ন ডক্টর আচার্য, পন্ডিত বিজয় শর্মা এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রয়াত নেপাল চন্দ্র আচার্যকে পারিবারিক মহাশশ্নানে শেষকৃত্য কার্য সম্পন্ন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোক্তার আহমদ
পরবর্তী নিবন্ধশিক্ষিকা শিখা বড়ুয়া