এশিয়া কাপে ব্যর্থতার পর বিশ্বকাপে এসে দারুন ভাবে ঘুরে দাড়িয়েছে ভারত। তবে বিশেষ করে দীর্ঘ সময় রান খরায় ভুগতে থাকা বিরাট কোহলি যেন রানের ফোয়ারা ছুটাচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে ৮২ রানের অপরাজিত ইনিংসের পর গতকাল অফরাজিত ৬২ রানের আরো একটি ইনিংস খেলে দলকে পাইয়ে দিলেন দারুন এক জয়। আর দুই শ্যাচেই কোহলিকে ফেরাতে পারল না প্রতিপক্ষের বোলাররা। ক্রিকেটীয় শক্তি-সামর্থ্যে দুই দলের যে পার্থক্য সেটা বেশ ভালভাবেই বুঝিয়ে দিল ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদবের তিন হাফ সেঞ্চুরির পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সুবাধে সহজ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এরো ভারত। গতকাল নেদারল্যান্ডসকে ৫৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারত। নেদারল্যান্ডসকে কোন লড়াই-ই করতে দিল না সাবেক চ্যাম্পিয়নরা।
টসে জিতে ব্যাট করতে নামা ভারত শুরুতেই লোকেশ রাহুলকে হারায় । এক ওভার পর রোহিতকেও ফেরানোর সুযোগ পেয়েছিল ডাচরা। কিন্তু ফ্রেড ক্লাসেনের বলে মিড-অনে ক্যাচ ছাড়েন টিম প্রিঙ্গল। ১৩ রানে জীবন পেয়ে দলকে এগিয়ে নেন ভারত অধিনায়ক। তাকে সঙ্গ দেন বিরাট কোহলি। তাদের জুটিতে ১০ ওভার শেষে ভারতের রান দাড়ায় ৬৭। প্রিঙ্গলকে টানা দুইটি চার মেরে হাফ সেঞ্চুরি পুরন করেন রোহিত শর্মা ৩৫ বলে। যখন দ্রুত রান তোলার সময় তখনই ফিরেন ৩৯ বলে ৫৬ রান করে। আর সে সাথে ভাঙে কোহলির সঙ্গে তার ৭৩ রানের জুটি। এরপর ডাচ বোলারদের আর কোন প্রতিরোধ গড়ে তুলতে দেননি কোহলি এবং সুর্য কুমার যাদব। অবিচ্ছিন্ন ৯৫ রানের জুটি গড়েন দুজন। যেখানে শেষ ৫ ওভারে আসে ৬৫ রান ।
কোহলি ৪৪ বলে ৬২ এবং যাদব ২৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ১৭৯। ১৮০ রান তাড়া করতে নেমে ১১ রানেই প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর ভারতের বোলারদের সাড়াশি আক্রমণে কেবলই আসা যাওয়া করেছে ডাচ ব্যাটসম্যানরা। প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই দুই অঙ্কের ঘরে যেতে পারলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির কেউ পার করতে পারেননি ২০ রান।
৩০ রান আসেনি তাদের কোনো জুটি থেকে। নেদারল্যান্ডসের ব্যাটিং বিপর্যয়ের শুরু বিক্রমজিত সিংয়ের বিদায় দিয়ে। তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হন তিনি। আকসার প্যাটেলকে সুইপ করতে গিয়ে বোল্ড হন মাঙ ও’ডাওড। টিকতে পারেননি ডে লেডে, বাংলাদেশের বিপক্ষে দারুণ একটি ইনিংস খেলে দলকে টানা কলিন আকারম্যান, অধিনায়ক স্কট এডওয়ার্ডসও। একটি করে ছক্কা-চারে দলটির হয়ে সর্বোচ্চ ২০ রান করেন প্রিঙ্গল। শেষ দিকে শারিজ আহমাদ ও ফন মেকেরেনের ১৬ এবং ১৪ রানের ছোট দুটি ইনিংসে কোনোমতে একশ পার করে নেদারল্যান্ডস। কমে হারের ব্যবধান। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর, আর্শদিপ সিং, আকসার ও রবিচন্দ্রন অশ্বিন।