নেতৃত্ব শুধু লায়নিজমে নয়, সমাজের প্রতিটি মানুষের জন্য প্রয়োজন

লায়ন্স জেলার দিনব্যাপী ক্লাব অফিসার্স স্কুলিং

| রবিবার , ৫ জুন, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাবস্‌ ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আড়াই শতাধিক লায়ন নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে চবি বিজনেস এডমিনিস্ট্রেশন অডিটরিয়াম হলে ক্লাব অফিসার্স ও লায়নিজম এবং মোটিভেশনাল দুইটি পর্বে দিনব্যাপী ক্লাব অফিসার্স (পিএসটি) স্কুলিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাবস্‌ ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি৪ এর জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর লায়ন ডা. শিরিন আকতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, ২য় ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন কহিনুর কামাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এছাড়াও আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডা. সেলিনা আখতার, সাধারণ সম্পাদক প্রফেসর সজীব কুমার ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, লায়ন্স জেলার কেবিনেট সেক্রেটারি (ডেজিগনেট) লায়ন হাসান মাহমুদ চৌধুরী, কেবিনেট ট্রেজারার (ডেজিগনেট) লায়ন পারভিন মাহমুদ, আরসি হেডকোয়ার্টার লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন চৌধুরী শামীম মোস্তফা, লায়ন ইঞ্জি. মুজিবুর রহমান।

ক্লাব অফিসার্স স্কুলিংয়ে বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারারবৃন্দের ক্লাব স্কুলিং এ ফ্যাকাল্টি/রিসোর্স পার্সন হিসেবে ছিলেন প্রাক্তন জেলা ও গভর্নর লায়ন এ কাইয়ুম চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোস্তাক হোসাইন, অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন এস এম আশরাফুল আলম আরজু, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন এডভো. মো. নুরুল ইসলাম, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন গাজী মো. শহীদুল্লাহ, লায়ন আরিফ আহমদ, লায়ন কামরুল ইসলাম পারভেজ, লায়ন মো. আনিসুল হক চৌধুরী, লায়ন আসিফ উদ্দিন ভূইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নেতৃত্ব শুধু লায়নিজমে নয় সমাজের প্রতিটি মানুষের জন্য প্রয়োজন। লায়ন্স ক্লাবস্‌ তৃণমূলে যা কাজ করে যাচ্ছে তা আমাদের সমাজের মানুষ এবং স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য একটা অনন্য শিক্ষনীয় উদাহারণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দর থানা বিএনপির সভা ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধশিশুর জন্য ভালো বই পাওয়া শিশুর অধিকার