কাতার বিশ্বকাপে হেক্সা মিশন শুরু হয়ে গেছে ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে তারা হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে। লুসাইল স্টেডিয়ামে বসে প্রিয় দলের সে জয় উপভোগ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষে তিনি উপহার পেয়েছেন সেলেসাও তারকা নেইমারের সাইন করা জার্সি। নেইমারের পাবলিসিটির দায়িত্বে আছেন বাংলাদেশের ছেলে রবিন মিয়া। এ রবিন আবার তামিমেরও বড় ভক্ত। তাই কাতারে সুযোগ পেয়ে গত বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে তামিমের হাতে নেইমারের সাইন করা জার্সি তুলে দেন তিনি। তবে সুযোগ পাননি নিজের দুই আইডলকে একসঙ্গে সাক্ষাৎ করানোর।
এবারই প্রথম সরাসরি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মাঠে বসে দেখার সুযোগ পেয়েছেন তামিম। এ বিষয়ে তামিম তখন বলেন, ‘দেশের খুব কাছে যেহেতু বিশ্বকাপ হচ্ছে তাই সুযোগটা মিস করতে চাইনি। আমি কোনো বিশ্বকাপে খেলা দেখিনি আগে। যে কোনো বিশ্বকাপ দেখতে পারাই সেরা অভিজ্ঞতা। সেটা ক্রিকেট হোক বা ফুটবল। তো আমার জন্য এটা সেরা অভিজ্ঞতা। অনেকের কাছে শুনেছি পরিবেশটা অনেক দারুণ। তো আশা করছি একটা দারুণ দৃশ্য উপভোগ করব।’ ছোটবেলা থেকেই ব্রাজিলের ভক্ত তামিম। বাবা ইকবাল খানকে অনুসরণ করেই তিনি লাতিন আমেরিকার এ দেশটির বড় ভক্ত। তামিম বলেন, ‘ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলাম। সাধারণত আমাদের পরিবারের সবাই ব্রাজিলের সমর্থক। বাবার থেকে এটা পাওয়া।’