নূর হোসেনের রক্ত নিপীড়িত জনতাকে জাগ্রত করে

আলোচনা সভায় বক্তারা

| বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৬:২৪ পূর্বাহ্ণ

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দারুল ফজলস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য আকবর হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন বেলাল, শাখাওয়াত স্বপন, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, শহীদুল ইসলাম মকবুল, অধ্যাপক কাজী মুজিব, রনজিত দে, হাবিব উল্লাহ নাহিদ, নুরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমদ দিঘল, সাবের আহমদ, আসহাব রসুল জাহেদ, প্রবীর দাশ তপু, সোহেল রানা, মঈনুল ইসলাম রাজু, বি কে চন্দ্র, আবু বকর চৌধুরী, ওয়াসিম উদ্দিন, জাবেদ খান, নাজমুল হাসান সাইফুল, সনত বড়ুয়া, আবু বকর সিদ্দিকী, তৌহিদ আজিজ, আজিজ উদ্দীন চৌধুরী, আমানত উল্লাহ ডিউক প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষে সংগঠনের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সভাপতিত্বে ও দিদারুল আলম দিদারের পরিচালনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, সদস্য অ্যাড. আনোয়ার হোসেন আজাদ, মাহবুব আলম আজাদ, রেজাউল করিম কায়সার, নেছার আহমেদ, আবদুল আওয়াল, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, এস এম ফারুক, মোজাম্মেল হোসেন নান্টু, আব্দুল হাই, মাহবুবুর রহমান মাহফুজ, সাজ্জাদ আলী বাহাদুর, কাজী রাজিশ ইমরান, কাজল প্রিয় বড়ুয়া, মুজিবুর রহমান মুজিব, শাকিল হারুন, আলাউদ্দিন আলো, হোসেন সরোয়ার্দি, মো. হোসেন প্রমুখ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার আয়োজনে শহীদ নুর হোসেন দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর প্রকৌশলী বিজয় কিষান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ও নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শফর আলী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মুহাম্মদ ঈছা, মো. নোমান লিটন, সুমন দেব নাথ, আনোয়ারুল ইসলাম বাপ্পি, সজল দাশ, অচিন্ত্য কুমার দাশ, রতন ঘোষ, মো. সাদ্দাম হোসেন, বোরহান উদ্দিন, মো. আরমান চৌধুরী, ইমদাদুর রহমান রিয়াদ প্রমুখ।
এতে বক্তারা বলেন, ১৯৮৭ সালে আজকের এই দিনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লেখা স্লোগান নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন নুর হোসেন। এতে পুলিশের গুলিতে নিহত হন তিনি। রক্তে রঞ্জিত হয় রাজপথ। তার রক্ত নিপীড়িত জনতাকে জাগ্রত করে।
মুক্তিযুদ্ধের প্রজন্ম : মুক্তিযুদ্ধের প্রজন্ম, বৃহত্তর চট্টগ্রামের আয়োজনে শহীদ নূর হোসেন দিবসের আলোচনা সভা গতকাল মঙ্গলবার বিকালে সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে দোস্তবিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা বেদারুল আলম চৌধুরী বেদার।
সংগঠনের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা লেয়াকত হোসেন, সংগঠনের সহসভাপতি অ্যাড. সাইফুন্নাহার খুশী, আবদুল মালেক খান, দীপন দাশ, মোহাম্মদ কামাল উদ্দিন, রাজীব চন্দ, ইঞ্জিনিয়ার এয়াকুব মুন্না, নবী হোসেন সালাউদ্দিন, অ্যাড. সৈকত দাশগুপ্ত, ইসমে আজিম আসিফ, ইমরান হোসেন, ভাস্কর দেব, কোহিনুর আক্তার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনূর হোসেনের রক্তের সঙ্গে বেঈমানি করেছে সরকার
পরবর্তী নিবন্ধসাংবাদিক জামাল উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ