নুরুল ইসলাম

| রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক আনোয়ারুল আজিম চেীধুরীর পিতা নুরুল ইসলাম গত ২৩ জুলাই রাত ১২টা ৫৫ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বিকেল ৪টায় কাজীর তালুক গ্রামে নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে মীরসরাই এসোসিয়েশনের সভাপতি কালু কুমার দে ও সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেনসহ সকল কর্মকর্তা শোক জানিয়েছেন। উল্লেখ্য, তিনি মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৪৪ বছর মীরসরাইয়ের মঘাদিয়ায় কাজীর তালুক কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা আকতার
পরবর্তী নিবন্ধজাফর আহমদ