নুর মোহাম্মদ আলকাদেরী (রহ.) এর পুত্র আহমদ হাসানের ইন্তেকাল

| বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

নগরীর কোরবানীগঞ্জ (বলুয়ার দিঘি) নিবাসী খলিফায়ে আজম নুর মোহাম্মদ আলকাদেরী (রহ.) এর বড় সন্তান আহমদ হাসান গত ১১ জানুয়ারি রাত ২ টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজেউন)। গত ১২ জানুয়ারি বিকাল ২ টায় বলুয়ারদীঘি খানকায় ১ম জানাযা ও বাদে আসর জামেয়া ময়দানে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। নগরীর বলুয়ার দীঘি খানকায় ১ম জানাযায় ইমামতি করেন মুফতি কাজি আবদুল ওয়াজেদ, বাদে আসর জামেয়া ময়দানে জানাযায় ইমামতি করেন মরহুমের সন্তান হাফেজ নুর হাসান। মোনাজাত পরিচালনা করেন হাফেজ সোলায়মান আনসারী। জানাযা শেষে মরহুমকে জামেয়া সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। গাউসে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ(রা.) এর প্রধান খলিফা নুর মোহাম্মদ আলকাদেরী (রহ.) এর বড় সন্তান আহমদ হাসানের মৃত্যুতে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, আনজুমান ট্রাস্ট, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ আচার্য্য
পরবর্তী নিবন্ধআনোয়ারা রায়পুর গাউছিয়া দাখিল মাদ্রাসার সভাপতি লায়ন ফয়সাল মিয়া