জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী আইনজীবী পরিষদের (নুয়েসলা) কার্যকারী নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার কর্মসূচি উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার। প্রধান বক্তা ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সেকান্দর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোশারফ হোসাইন। বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবদুর রশীদ, অ্যাডভোকেট ফজলুল বারী, অ্যাডভোকেট দিদারুল আলম সুমন, অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন তারেক, অ্যাডভোকেট ছৈয়দ মোহাম্মদ মাহাবুবুল কাদের, অ্যাডভোকেট মো. জাফর হায়দার, অ্যাডভোকেট মো. কায়সার, অ্যাডভোকেট রুমানা শরীফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।