নীরবতার শব্দগুলো

সুবর্ণা চৌধুরী | বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

একই সুরে যে সুর বাজে,

সেই সুরেতে ঝঞ্জা কেন!

স্বপ্ন যখন আলোক ছোঁয়া,

তাতে এমন আঁধার কেন?

 

নীরবতার শব্দগুলো,

সবচেযখন গভীর, চেনা,

সেই ভাষাটা আজকে কেন

অচেনা এক স্বপ্নছায়া!

 

মেঘ জমে যে নীল আকাশে,

সেই আকাশে রোদ্দুরও তো!

ডাকপিয়নের ঝোলা খোঁজে

ভাঁজ করা সেই পত্রগুলো।

 

একই সুরে যেই বেদনা,

সেই সুরে আজ স্মৃতির মাতম।

শব্দহারা ঠোঁটের কোণে,

নীরবতার নীরব যাপন।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘশ্বাসের খরতা
পরবর্তী নিবন্ধকোথাও শান্তি নেই