নীরব ছায়াপথ

নাহিদ সুলতানা | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:১৫ পূর্বাহ্ণ

ঘুমন্ত শিশুর চোখে ফুটে ওঠে নীরব ছায়াপথ

তার নাভিমূলে বাঁধা স্বপ্নেরা ঝরে পড়ে ধীরে

অচেনা নীল জলরঙে আঁকা তার মুখের আভাস

একটি পৃথিবী জন্মায় তার নিঃশব্দ মাংসপেশিতে

হিমেল বাতাসে কেঁপে ওঠে তার মায়ের নিঃশ্বাস

শিশু জানে না সে কোন নদীর ধারে ভাসে

তার ছোট আঙুলে গেঁথে থাকে এক মহাজাগতিক বীজ

যার থেকে ফোটে ওঠে অদৃশ্য নক্ষত্রের আলপনা

বুকের ভিতর বাজে নিঃশব্দ গান, মাতৃত্বের সুর,

যা শুধুই বাতাস জানে কিংবা জানে আকাশ

ঘুমের পাহাড়ের ওপারে শিশু শুনে মৃত স্মৃতির ধ্বনি

তার হাসির মধ্যে লুকিয়ে থাকে এক গোপন পৃথিবী

আদিম ছায়ায় মোড়া তার দেহের সীমাহীন মানচিত্র

যেখানে শব্দ ফুরিয়ে আসে শুধু ঘ্রাণ বেঁচে থাকে।

পূর্ববর্তী নিবন্ধঅন্যরকম অনুরাগ
পরবর্তী নিবন্ধবিপন্ন আবেগ